ইসরাইলের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের নিরাপত্তাহীনতা বাড়াবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i85694
ইরান বলেছে, সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২০ ০৮:৩০ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের নিরাপত্তাহীনতা বাড়াবে: ইরান

ইরান বলেছে, সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

তিনি গতকাল (মঙ্গলবার) লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের তাবেদারি করে সৌদি আরব নিজের নিরাপত্তাহীনতাই কেবল বাড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনকে তিনি ওয়াশিংটন ও তেল আবিবের একটি প্রকল্প বলে উল্লেখ করেন যা ক্রীড়নক হিসেবে বাস্তবায়ন করে দিচ্ছে সৌদি আরব।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

কিছু আরব দেশ আপোষ প্রক্রিয়ার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতিযোগিতায় নেমেছে তাতে দুঃখ প্রকাশ করেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, যে আপোষ প্রক্রিয়া মুসলিম দেশগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয় তা অবশ্যই বর্জনীয়।

গত কয়েক মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। সৌদি আরবের সবুজ সংকেত নিয়ে এসব দেশ তেল আবিবকে স্বীকৃতি দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অচিরেই সৌদি আরবও সব রাখঢাক ঝেড়ে ফেলে কুদস দখলদার ইসরাইলের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিতে পারে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।