জানুয়ারি ০১, ২০২১ ১৬:০৮ Asia/Dhaka
  • তেহরান বিশ্ববিদ্যালয়ের শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি
    তেহরান বিশ্ববিদ্যালয়ের শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে আজ থেকে জেনারেল কাসেম সোলাইমানির প্রথম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি ইরাক সফরে গিয়ে মার্কিন হামলার শিকার হন এবং নয় সহযোগীসহ শাহাদাৎবরণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের রাষ্ট্রীয় এই অতিথিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সামারিক বাহিনী।

করোনা মহামারির কারণে কাসেম সোলাইমানির শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে গণজমায়েতের ব্যবস্থা রাখা হয়নি। সব আয়োজনেই স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতির কথা বলা হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া অনুষ্ঠানেও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন বিদেশি অতিথি এবং শহীদ পরিবারের কয়েকজন সদস্যকে দেখা গেছে। 

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বর্তমান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি আজকের অনুষ্ঠানে বলেছেন, শহীদ সোলাইমানি নিজের ভেতরে প্রথম প্রতিরোধ শুরু করেন। নিজেকে দিয়ে সংগ্রাম শুরু করেছিলেন জেনারেল সোলাইমানি। তিনি আরও বলেন, জেনারেল সোলাইমানি কেবল ইরানিদের বীর নন তিনি গোটা ইসলামী উম্মাহর বীর। তিনি সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করার নায়ক। 

জেনারেল সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ