‘কারিগরি কারণে’ দক্ষিণ কোরিয়ার জাহাজ আটক করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i85818-কারিগরি_কারণে’_দক্ষিণ_কোরিয়ার_জাহাজ_আটক_করা_হয়েছে_পররাষ্ট্র_মন্ত্রণালয়
কারিগরি কারণে পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার জ্বালানীবাহী একটি জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, জাহাজ আটকের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্পূর্ণ কারিগারি কারণে জাহাজটি আটক করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০২১ ০৮:২৫ Asia/Dhaka
  • ড্রোন থেকে তোলা দক্ষিণ কোরিয়ার আটক জাহাজের ছবি
    ড্রোন থেকে তোলা দক্ষিণ কোরিয়ার আটক জাহাজের ছবি

কারিগরি কারণে পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার জ্বালানীবাহী একটি জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, জাহাজ আটকের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্পূর্ণ কারিগারি কারণে জাহাজটি আটক করা হয়েছে।

পারস্য উপসাগরে তেল দূষণ সৃষ্টি করার অভিযোগে গতকাল (সোমবার) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ আটক করে।

সাগরের পানি দূষিত করার কারণে আদালতের নির্দেশে জাহাজটিকে ইরানের উপকূলে নিয়ে আসা হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানও পরিবেশ দূষণ মোকাবিলা করার ক্ষেত্রে যথেষ্ট স্পর্শকাতর এবং এ কারণে জাহাজটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

দক্ষিণ কোরিয়ার জাহাজ আটকের ব্যাপারে পরবর্তীতে সর্বশেষ তথ্য সময়মতো জানিয়ে দেয়া হবে বলে সাংবাদিকদের জানান সাঈদ খাতিবজাদে। তিনি বলেন, ইরানসহ বিশ্বের আরো বহু দেশের উপকূলে এ ধরনের আটকের ঘটনা অনেক ঘটেছে এবং এটি কোনো নতুন বা ব্যতিক্রমী ঘটনা নয়।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জাহাজ চলাচল বিষয় প্রধান কর্মকর্তা ইসমাইল মাক্কিজাদে বলেছেন, সাগরের পরিবেশ দূষিত করা এবং ইরানের পক্ষে থেকে দেয়া সতর্কবার্তা উপেক্ষা করার কারণে দক্ষিণ কোরিয়ার জাহাজটি আটক করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।