শীতকালে পর্যটকদের বিশেষ আকর্ষণ ‘আর্দেবিল স্কি রিসোর্ট’
https://parstoday.ir/bn/news/iran-i85993-শীতকালে_পর্যটকদের_বিশেষ_আকর্ষণ_আর্দেবিল_স্কি_রিসোর্ট’
আর্দেবিল প্রদেশের খালখল স্কি রিসোর্ট ইরানের অন্যতম সুন্দর একটি স্কি রিসোর্ট হিসেবে পরিচিত। শীতকালে এখানকার ঢালু পাহাড় তুষারে ঢেকে গেলে স্কি খেলতে জড়ো হন শত শত দেশি-বিদেশি পর্যটক।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১৩, ২০২১ ১২:০৩ Asia/Dhaka
  • শীতকালে পর্যটকদের বিশেষ আকর্ষণ ‘আর্দেবিল স্কি রিসোর্ট’

আর্দেবিল প্রদেশের খালখল স্কি রিসোর্ট ইরানের অন্যতম সুন্দর একটি স্কি রিসোর্ট হিসেবে পরিচিত। শীতকালে এখানকার ঢালু পাহাড় তুষারে ঢেকে গেলে স্কি খেলতে জড়ো হন শত শত দেশি-বিদেশি পর্যটক।

সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি শীতকালীন ক্রীড়া টুর্নামেন্ট সেখানে অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর করোনা মহামারির কারণে খালখল নগর কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ইরানি পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেয়।

আর্দেবিল প্রদেশ মূলত একটি পর্বতময় অঞ্চলজুড়ে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উপরে এর অবস্থান। শীতকালে এখানকার আবহাওয়া খুবই ঠাণ্ডা থাকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।