পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আস্থার পরিবেশ গড়তে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i86364-পারস্য_উপসাগরীয়_দেশগুলোর_মধ্যে_আস্থার_পরিবেশ_গড়তে_হবে_ইরান
পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও আস্থার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে রোববার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২১ ০৭:১৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও আস্থার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে রোববার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে এ আহ্বান জানান।

জারিফ বলেন, তার এ সফরের প্রধান উদ্দেশ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তোলা এবং বিষয়টি ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইরানের সঙ্গে যেসব দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে সেসব দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

রোববার সন্ধ্যায় ইরান এয়ারের একটি ফ্লাইটে বাকু পৌঁছেন জাওয়াদ জারিফ

জারিফ বলেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক ট্রানজিট ব্যবস্থা গড়ে তুলে পরস্পরের পণ্য সহজে গন্তব্যে পৌঁছে দেয়ার বিষয়েও তিনি এ সফরে গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। আজারবাইজান সফরের পর রাশিয়া, আর্মেনিয়া, জর্জিয়া এবং সবশেষে তুরস্ক সফর করবেন বলেও জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

আজ (সোমবার) আরো পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজাবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভ এবং উপপ্রধানমন্ত্রী শাহিন মোস্তফায়োভের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। এরপর তিনি মস্কোর উদ্দেশ্যে বাকু ত্যাগ করবেন।#

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।