বারাক ওবামা প্রশাসনও পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেনি: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i86446-বারাক_ওবামা_প্রশাসনও_পরমাণু_সমঝোতা_পুরোপুরি_মেনে_চলেনি_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেলেও ইরান এই সমঝোতায় অটল থেকেছে। তিনি আরো বলেছেন, জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন ইরানের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি বরং কেবল বুলি আউড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০২১ ০৬:৩১ Asia/Dhaka
  • মস্কোয় দুই পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন
    মস্কোয় দুই পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেলেও ইরান এই সমঝোতায় অটল থেকেছে। তিনি আরো বলেছেন, জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন ইরানের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি বরং কেবল বুলি আউড়িয়েছে।

মস্কো সফররত জারিফ মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, এমনকি যে বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল সেই প্রশাসনও এই সমঝোতা পুরোপুরি মেনে চলেনি।

জারিফ আরো বলেন, মার্কিন সরকার যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং বহির্বিশ্বের সঙ্গে ইরানের অর্থনৈতিক লেনদেনে বাধা সৃষ্টি না করে তখনই কেবল তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন অপর পাঁচ বিশ্ব শক্তির সঙ্গে মিলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল। কিন্তু ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বেআইনিভাবে এই সমঝোতা থেকে বের করে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রচারণায় একাধিকবার পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে এই সমঝোতায় ফেরা হবে অর্থহীন।

মস্কোর সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্কের প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, আমেরিকার ইতিহাসের চেয়ে ইরান-রাশিয়া সম্পর্ক বেশি পুরনো। রাশিয়ার সঙ্গে যখন ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল তখন আমেরিকার জন্মই হয়নি।#

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।