ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তালেবান নেতাদের সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/iran-i86488-ইরানের_সর্বোচ্চ_নিরাপত্তা_কর্মকর্তার_সঙ্গে_তালেবান_নেতাদের_সাক্ষাৎ
ইরান সফররত আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদল গতকাল (বুধবার) তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৮, ২০২১ ০৬:৫১ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

ইরান সফররত আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদল গতকাল (বুধবার) তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মোল্লা আব্দুলগনি বারাদারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটির সঙ্গে সাক্ষাৎ শেষে আলী শামখানি বলেছেন, তিনি তালেবান নেতাদেরকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে দৃঢ়সংকল্প দেখতে পেয়েছেন।

তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন: তালেবানের রাজনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি বুঝতে পেরেছেন, এই গোষ্ঠীর নেতারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে দৃঢ় সংকল্প।

ইরানের সর্বোচ্চ এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, যিনি ১৩ বছর গুয়ান্টানোম বে’র বন্দিশিবিরে মার্কিন বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন তিনি তার দেশে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেননি।

ইরানের আমন্ত্রণে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর একটি রাজনৈতিক প্রতিনিধিদল মঙ্গলবার তেহরান সফরে এসেছে। মোল্লা আব্দুলগনি বারাদার এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।