সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভারত মহাসাগরকে অস্থিতিশীল করে রাখতে চায়: হাতামি
ভারত অস্ত্র প্রতিযোগিতা উসকে দেয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো কৌশলগত এ অঞ্চলকে সামরিকীকরণ করে তাদের সমরাস্ত্র বিক্রির সুযোগ খুঁজছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালোর শহরে ভারত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ মন্তব্য করেন। তিনি বলেন, যেসব বহিঃশক্তি তাদের অর্থনৈতিক স্বার্থে ভারত মহাসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করতে চায় তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে।
জেনারেল হাতামি বলেন, ইরান কখনো ভারত মহাসাগরের সামরিকীকরণ বা এ অঞ্চলে অসুস্থ অস্ত্র প্রতিযোগিতা চায় না। কিন্তু বহিঃশক্তিগুলো এ অঞ্চলের দেশগুলোকে যুদ্ধ ও সংঘাতে ডুবিয়ে রেখে তাদের সমরাস্ত্রের বাজার চাঙ্গা করতে চায়। এ অঞ্চলের দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করুক তা নব্য উপনিবেশবাদী শক্তিগুলোর কাম্য নয়।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে এ অঞ্চলের সব সমস্যার সমাধান করার যোগ্যতা রাখে। এসব দেশ বহিঃশক্তির সাহায্য ছাড়াই এই মহাসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতেও সক্ষম বলে তিনি মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।