প্রথমবারের মতো জ্বালানী-চালিত রকেট উন্মোচন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i87026-প্রথমবারের_মতো_জ্বালানী_চালিত_রকেট_উন্মোচন_করল_ইরান
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম একটি রকেট উন্মোচন করেছে। ‘জুলজানাহ’ নামের রকেটটি ২২০ কেজি ওজনের যেকোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে পারবে।#
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ২১:১৪ Asia/Dhaka
  • প্রথমবারের মতো জ্বালানী-চালিত রকেট উন্মোচন করল ইরান
    প্রথমবারের মতো জ্বালানী-চালিত রকেট উন্মোচন করল ইরান

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম একটি রকেট উন্মোচন করেছে। ‘জুলজানাহ’ নামের রকেটটি ২২০ কেজি ওজনের যেকোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে পারবে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।