৪২ বছর ধরে ইরানকে নিয়ে জুয়া খেলেছ আমেরিকা: জারিফ
(last modified Thu, 11 Feb 2021 00:39:05 GMT )
ফেব্রুয়ারি ১১, ২০২১ ০৬:৩৯ Asia/Dhaka
  • বাইডেনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে: জারিফ
    বাইডেনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে: জারিফ

ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরান বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে ব্যর্থ নীতি নিয়েছিলেন তা থেকে বাইডেন প্রশাসনকে শিক্ষা নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বুধবার ইসলামি বিপ্লবের ৪২তম বার্ষিকী উপলক্ষে তার অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। তিনি বলেন, গত চার দশকেরও বেশি সময় ধরে আমেরিকার টানা সাতটি প্রশাসন ইরানকে আত্মসমর্পনে বাধ্য করতে পারে কিনা তা নিয়ে জুয়া খেলেছে। কিন্তু সবগুলো প্রশাসন সে জুয়ায় হেরে গেছে।

জারিফ বলেন,  বাইডেন প্রশাসনের উচিত ৪২ বছর ধরে ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এই ভেবে জুয়া খেলেছিলেন যে, ইরান ‘সর্বোচ্চ চাপের মুখে’ পতনের হাত থেকে রক্ষা পেতে আমেরিকার কাছে আত্মসমর্পন করবে। কিন্তু তার সে বাজির পরিণতি বিশ্ববাসী দেখেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প ইরানকে নিয়ে বাজি ধরা প্রথম বা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন না; বরং পরপর সাতজন মার্কিন প্রেসিডেন্ট একই বাজি ধরে হেরে গেছেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, ৪২ বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে বাইডেন প্রশাসনের। কিন্তু সেজন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।#

 পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ