শত্রুদের যেকোনো হুমকির দাঁত ভাঙা জবাব দেবে ইরান: জেনারেল হাতামি
(last modified Thu, 11 Feb 2021 12:57:07 GMT )
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৮:৫৭ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ দেখিয়েছে যে যদি সে হুমকির শিকার হয়ে তাহলে সেসব হুমকির দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয়।

ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি আজ বৃহস্পতিবার জানজন প্রদেশে সামরিক বাহিনীর হাসপাতালে বিভিন্ন বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হুমকির বিষয়ে বলেন, দখলদার ইসরাইল এখন ভঙ্গুর  অবস্থায় আছে। হতাশা এবং আতঙ্ক থেকে তারা এসব করার কারণে এর প্রতি কারো কোনো মনোযোগ এবং ভ্রুক্ষেপ নেই। 

জেনারেল হাতামি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলের হুমকির জবাব দেয়ার কোনো মূল্য তেহরানের কাছে নেই। প্রতিরক্ষামন্ত্রী হাতামি তার দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নের বিষয়ে বলেন, অচিরেই চূড়ান্ত পরীক্ষার পর জাহাজ বিধ্বংসী ডেস্ট্রয়ার 'দোনা' মাইন শিকারি সাবো ইরানের নৌ বাহিনীতে যোগ দেবে। #

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।