নিরাপদ ইরাকে পোপের সফর প্রতিরোধ সংগ্রামের কাছে ঋণি: ইরান
(last modified Tue, 09 Mar 2021 06:00:24 GMT )
মার্চ ০৯, ২০২১ ১২:০০ Asia/Dhaka
  • পোপ ফ্রান্সিস ইরাক সফরে গিয়ে দেশটির প্রখ্যাত শিয়া আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করেন
    পোপ ফ্রান্সিস ইরাক সফরে গিয়ে দেশটির প্রখ্যাত শিয়া আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করেন

ইরান বলেছে, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পুরোহিত পোপ ফ্রান্সিসের ইরাক সফর এবং সেখানে গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হয়েছে দেশটিতে পূর্ণ নিরাপত্তা ফিরে আসার কারণে। আর এ নিরাপত্তা সম্ভাব হয়েছে সাহসি ইরাকি জনগণের সাহস ও ধর্মীয় নেতৃত্বের বিচক্ষণ দিক-নির্দেশনার কারণে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, “পোপের সফরসহ ইরাকে বর্তমানে এ ধরনের যত সফর অনুষ্ঠিত হচ্ছে তা প্রমাণ করে দেশটিতে পূর্ণ নিরাপত্তা ও শান্তি ফিরে এসেছে।”

তিনি বলেন, গত কয়েক বছরে ইরাকের প্রতিরোধ সংগ্রামীরা উগ্রবাদ ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই নিরাপত্তা ফিরিয়ে এনেছেন।

পোপ ফ্রান্সিস গতকাল (সোমবার) ইরাকে তার চারদিনের সফর শেষ করেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ পোপকে এগিয়ে দিতে তার সঙ্গে বিমানে সফরসঙ্গী হয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ