জীবাণু, রাসায়নিক ও পরমাণু হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছি: প্রতিরক্ষামন্ত্রী
(last modified Tue, 16 Mar 2021 23:42:01 GMT )
মার্চ ১৭, ২০২১ ০৫:৪২ Asia/Dhaka
  • ইরানি টিকা ফাখরার মোড়ক উন্মোচন করছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী (বামে) ও প্রতিরক্ষামন্ত্রী (ডানে)
    ইরানি টিকা ফাখরার মোড়ক উন্মোচন করছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী (বামে) ও প্রতিরক্ষামন্ত্রী (ডানে)

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার মন্ত্রণালয় শত্রুর যেকোনো ধরনের জীবাণু, রাসায়নিক ও পরমাণু অস্ত্রের হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে ইরানের প্রথম করোনাভাইরাসের টিকা ‘ফাখরা’র মোড়ক উন্মোচন ও পরীক্ষামূলক প্রয়োগের অনুষ্ঠানে একথা জানান।

জেনারেল হাতামি বলেন, “ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এদেশের জনগণকে রক্ষা করা ও শত্রুর যেকোনো হুমকি মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই হুমকি হতে পারে রাসায়নিক, জীবাণু বা পরমাণু অস্ত্রের হুমকি।”

ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের (১৯৮০-১৯৮৮) যুদ্ধের সময় ইরাকি বাহিনীর রাসায়নিক হামলার প্রতি ইঙ্গিত করে হাতামি বলেন, পশ্চিমা মানবাধিকারের প্রবক্তারা সেদিন সাদ্দাম (ইরাকের সাবেক স্বৈরশাসক) নামের অপরাধীর হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল।

তিনি বলেন, ইরাকি বাহিনী সেই অস্ত্র আমাদের যোদ্ধাদের পাশাপাশি ইরাকি জনগণের ওপরও প্রয়োগ করে। সাদ্দামের ওই অমানবিক হামলায় ইরান ও ইরাকের এক লাখের বেশি মানুষ হতাহত হয়।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দু’টি শহরে পরমাণু বোমা হামলা চালিয়ে দুই লাখ ২০ হাজার মানুষকে হত্যা করে। এছাড়া আহত হয় আরো হাজার হাজার মানুষ যারা বহুকাল ওই পাশবিক হামলার স্মৃতি বহন করেছে।

মঙ্গলবার তেহরানে ইরানের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘ফাখরা’র (সম্মান) মোড়ক উন্মোচন করা হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবন ও গবেষণা সংস্থা এই টিকা তৈরি করেছে। কিছুদিন আগে শত্রুর হামলায় নিহত ইরানি বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে এই সংস্থার প্রধান ছিলেন। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।