নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো কিছুই ঘটবে না: ইরান
(last modified Wed, 17 Mar 2021 23:54:02 GMT )
মার্চ ১৮, ২০২১ ০৫:৫৪ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি

ইরানের নিরাপত্তা প্রধান আলী শামখানি বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্টি চলমান অচলাবস্থার কোনো পরিবর্তন হবে না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করে নেয়ার পদক্ষেপ না নেয়া পর্যন্ত কোনো কিছুই সংঘটিত হবে না। চলমান অচলাবস্থা কোনো কৌশলগত বা অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি পাশ্চাত্যের প্রতারণামূলক নীতির সঙ্গে সম্পর্কিত।”

ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র প্রেসটিভিকে জানিয়েছে, বুধবার শেষ বেলায় ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক বৈঠকের পর টুইটার বার্তাটি প্রকাশ করেন আলী শামখানি। ওই বৈঠকে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়া ও করণীয় নিয়ে আলোচনা হয়।

বিশ্বের অনেক দেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থাকলেও ইরানে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ