ইরানি পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার প্রতিশোধ নেয়া হবে: প্রতিরক্ষামন্ত্রী
(last modified Mon, 22 Mar 2021 10:47:53 GMT )
মার্চ ২২, ২০২১ ১৬:৪৭ Asia/Dhaka
  • আমির হাতামি
    আমির হাতামি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার প্রতিশোধ নেওয়া হবে।

তিনি শহীদ ফাখরিজাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এ কথা বলেন।

আমির হাতামি আরও বলেন, ইরানি জাতি পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার প্রতিশোধ নেবে এবং দৃঢ়তার সঙ্গে এই শহীদের পথ অনুসরণ করে যাবে। এ সময় তিনি এই শহীদের স্মরণে 'ফাখরা' নামক করোনার টিকা উন্মোচনের কথা তুলে ধরেন।

ইরান সম্প্রতি এই টিকার পরীরক্ষায় অগ্রগতির কথা দেশবাসীকে জানিয়েছে। করোনা মহামারি শুরুর পর যেসব প্রতিষ্ঠান করোনার টিকা তৈরির কাজ শুরু করে তার মধ্যে শহীদ ফাখরিজাদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ছিল অন্যতম।   

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শাস্তির সম্মুখীন করা হবে। শত্রুদের এটা জেনে রাখা উচিত ইরানের কোনো সন্তানের রক্ত ঝরানো হলে, কোনো প্রখ্যাত ব্যক্তি বা বিজ্ঞানীকে হত্যা করা হলে নিশ্চিতভাবেই এর জবাব দেওয়া হবে।

গত ২৭ নভেম্বর রাজধানী তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শহীদ হন পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে। এই বিজ্ঞানীকে হত্যার পেছনে ইহুদিবাদী ইসরাইলের বড় ভূমিকা রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে প্রথম থেকেই বলা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ