'হযরত ফাতেমা (সা. আ.)-এর দানশীলতা নিয়ে সত্য ঘটনাটি দারুণ লেগেছে'
(last modified Thu, 25 Mar 2021 10:58:05 GMT )
মার্চ ২৫, ২০২১ ১৬:৫৮ Asia/Dhaka
  • 'হযরত ফাতেমা (সা. আ.)-এর দানশীলতা নিয়ে সত্য ঘটনাটি দারুণ লেগেছে'

আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ১৮ মার্চ, বৃহস্পতিবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর, কথাবার্তা ও হযরত ইমাম সাজ্জাদ (আ.)'র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে, তবে বেশি ভালো লেগেছে রংধনু আসর।

অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। আজ এতে কোন কাল্পনিক গল্প নয়, বরং নবীনন্দিনী হযরত ফাতেমা (সা. আ.)-এর দানশীলতা নিয়ে একটি সত্য ঘটনা প্রচার করা হয়। ঘটনাটি জেনে দারুণ ভালো লেগেছে। এ থেকে আমরা হযরত ফাতেমা (সা. আ.)-এর দানশীলতা সম্পর্কে সামান্য হলেও জানতে পারলাম।

অনুষ্ঠানে প্রচারিত ঘটনাটির সারসংক্ষেপ হল- মহানবী (সা.) একদিন মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় এজন লোক/মুসাফির এসে তাঁর সাহায্য চাইল। কিন্তু সেসময়  নবীজীর কাছে কিছুই না থাকায় তিনি লোকটিকে হযরত ফাতেমা (সা. আ.)-এর কাছে যেতে বললেন। মুসাফির তাই করল।

কিন্তু হযরত ফাতেমা (সা. আ.)-এর কাছেও সাহায্য করার মতো কিছুই ছিল না। তাই বলে নবীনন্দিনী সাহায্য প্রার্থীকে খালি হাতে ফেরত দিতেও চাইলেন না। তিনি নিজের গলার হারটি তাকে সাহায্য হিসেবে দিয়ে দিলেন। এমনভাবে কয়জন মানুষ অন্যকে সাহায্য করতে পারে!

খুব ভালো লাগলো ঐতিহাসিক ঘটনাটি। এ থেকে আমরা দান করায় উৎসাহিত হব। ধন্যবাদান্তে,

 

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ