পরমাণু চুক্তি নিয়ে আইএইএ প্রধানের হঠাৎ উল্টো সুর: দায় চাপালেন ইরানের ওপর
https://parstoday.ir/bn/news/iran-i89138-পরমাণু_চুক্তি_নিয়ে_আইএইএ_প্রধানের_হঠাৎ_উল্টো_সুর_দায়_চাপালেন_ইরানের_ওপর
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে 'বিস্তারিত ও টেকনিক্যাল আলোচনা প্রয়োজন।' ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার গোপন অবস্থান লাভের জন্য এটি জরুরি। তিনি বলেন, এর সঙ্গে পরমাণু সমঝোতার পূর্ণ সম্পর্ক রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২১ ১৭:৪১ Asia/Dhaka

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে 'বিস্তারিত ও টেকনিক্যাল আলোচনা প্রয়োজন।' ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার গোপন অবস্থান লাভের জন্য এটি জরুরি। তিনি বলেন, এর সঙ্গে পরমাণু সমঝোতার পূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি মার্কিন সাপ্তাহিক নিউজউইককে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। গ্রোসি আরো বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে বিভিন্ন পরমাণু কেন্দ্রে সংরক্ষিত অঘোষিত ইউরেনিয়ামের বিষয়ে ইরানকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে এবং এর সাথে পরমাণু সমঝোতার ভবিষ্যত নির্ভর করছে। তিনি এও বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের বিষয়টিকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত হবে না।

ইরানের পরমাণু স্থাপনায় এমন কিছু ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে যে সম্পর্কে স্পষ্ট তথ্য এখনো আমাদের কাছে নেই দাবি আইএইএ’র মহাপরিচালক বলেন, সেখানে আসলে কি হচ্ছে, কি ধরনের কাজ হচ্ছে সেটা আমাদের জানা জরুরি। সেখানে যদি কিছু উপাদান থেকে থাকে সেগুলো এখন কোথায় আছে সেটাও জানা দরকার।

রাফায়েল গ্রোসি এমন সময় ইরানের বিরুদ্ধে এ বক্তব্য দিলেন যখন সাম্প্রতিক দিনগুলোতে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ইচ্ছাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের গণমাধ্যমগুলোতে ব্যাপক কথাবার্তা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য এমন সময় এসব অপপ্রচার চলছে যখন খোদ যুক্তরাষ্ট্রই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু তিনি শর্ত জুড়ে দিয়ে বলেছেন, প্রথমে ইরানকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং নিজের প্রতিশ্রুতি মেনে চলতে হবে। এর জবাবে তেহরান জানিয়ে দিয়েছে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার ব্যাপারে আমাদের কোনো তাড়াহুড়া নেই এবং ওয়াশিংটন পরমাণু সমঝোতা লঙ্ঘন করার কারণে ইরানকে শর্ত বেধে দেয়ার মতো অবস্থায় তারা নেই।

মার্কিন সাপ্তাহিক নিউজউইক জানিয়েছে, আগামী মাসে রাফায়েল গ্রোসি তেহরান সফরে গিয়ে অঘোষিত ইউরেনিয়ামের বিষয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

এদিকে ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি পরমাণু সমঝোতা সম্পর্কে সর্বসাম্প্রতিক যে মন্তব্য করেছেন তা নিতান্তই অগঠনমূলক।  আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এ মন্তব্য করেন। গরিবাবদি বলেন, এ ধরনের মন্তব্য ইরানের কাছে আইএইএ'র আস্থা বিনষ্ট করবে।

যাইহোক আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি মার্কিন প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি এড়িয়ে গিয়ে হঠাৎ পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার দায় কেন ইরানের ঘাড়ে চাপালেন তা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন রয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫