উচ্চ পর্যায়ের আলোচনার জন্য তেহরান আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i89496-উচ্চ_পর্যায়ের_আলোচনার_জন্য_তেহরান_আসছেন_রুশ_পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উচ্চ পর্যায়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ১২:৫৫ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উচ্চ পর্যায়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে।

তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের আমন্ত্রণে রুশ পররাষ্ট্রমন্ত্রী আগামী ১৩ এপ্রিল তেহরান সফর করবেন। রাশিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ বিষয়ক অবকাঠামোর আওতায় এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাঈদ খাতিবযাদে বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বিশেষ করে সিরিয়া, ককেশাস, ইয়েমেন ও আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা ইস্যু নিয়েও তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। দেশ দুটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু ইস্যুতে একই রকমের দৃষ্টিভঙ্গী পোষণ করে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধেও ইরান ও রাশিয়া একই অবস্থান থেকে লড়াই করছে।#

পার্সটুডে/এসআইবি/২