আমেরিকার সঙ্গে ইরানের কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i89530-আমেরিকার_সঙ্গে_ইরানের_কোনো_দ্বিপক্ষীয়_বৈঠক_হবে_না_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার দেশের কর্মকর্তাদের সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৩, ২০২১ ০৫:২৮ Asia/Dhaka
  • টুইট করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ছবি)
    টুইট করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার দেশের কর্মকর্তাদের সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

শুক্রবার পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে এক ভার্চুয়াল বৈঠকের পর জারিফ এক টুইটার বার্তায় বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের সাক্ষাতের কোনো প্রয়োজন নেই।

বার্তায় তিনে বলেন, শুক্রবারের বৈঠকে ইরান, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া এ ব্যাপারে একমত হয়েছে যে, আগামী ১৩ এপ্রিল তারা ভিয়েনায় সশরীরে আবার আলোচনায় বসবে।

জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে আরো লিখেছেন, যত শীঘ্র সম্ভব ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াগুলো চুড়ান্ত করা হবে ভিয়েনা বৈঠকের উদ্দেশ্য। আসন্ন ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে ওয়াল স্ট্রিট জার্নাল যে দাবি করেছে সে সম্পর্কে জাওয়াদ জারিফ লিখেছেন, আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কোনো বৈঠক হবে না এবং সেরকম দ্বিপক্ষীয় বৈঠকের কোনো প্রয়োজনও নেই।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।