ইরাক সফর শেষ করলেন ইরানের কুদস ফোর্সের প্রধান
(last modified Wed, 07 Apr 2021 06:52:09 GMT )
এপ্রিল ০৭, ২০২১ ১২:৫২ Asia/Dhaka
  • জেনারেল ইসমাইল কায়ানি
    জেনারেল ইসমাইল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ইরাকে দুই দিনের সফর শেষ করেছেন। ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম গতকাল (মঙ্গলবার) এ খবর দিয়েছে।

কয়েকটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল-আলমের ইরাক প্রতিনিধি জানিয়েছেন, বাগদাদ সফরের সময় জেনারেল কায়ানি বেশ কয়েকজন ইরাকি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এছাড়া, বেশ কয়েকজন রাজনীতিবিদ ও প্রতিরোধকামী সংগঠনের নেতার সঙ্গেও তার সাক্ষাৎ হয়। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতে অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা হয়।  

ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত বছর মার্কিন সন্ত্রাসী বাহিনী হত্যা করার পর ব্রিগেডিয়ার জেনারেল কায়ানিকে কুদস ফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূলে জেনারেল কাসেম সোলাইমানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার শাহাদাতের পর জেনারেল কায়ানিকে কুদস ফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় এবিং তিনি জেনারেল সোলাইমানির সংগ্রামের পথ অব্যাহত রাখবেন।#

.পার্সটুডে/এসআইবি/৭