ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগ; ক্ষয়ক্ষতি নেই
(last modified Sun, 11 Apr 2021 12:04:37 GMT )
এপ্রিল ১১, ২০২১ ১৮:০৪ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটেছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ (রোববার) বলেছেন, পারমাণবিক স্থাপনার শহীদ আহমাদি রৌশান কমপ্লেক্সের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর ফলে কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি।

তিনি বলেন, পারমাণবিক স্থাপনার এই ঘটনার সঙ্গে নাশকতার কোন সম্পর্কও এখন পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।  এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

গত বছর জুলাই মাসে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। এর ফলে ঐ স্থাপনার একটি শেড ক্ষতিগ্রস্ত হয়। ইরান ঐ হামলায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে বলে এর আগে জানানো হয়েছে।

ইরান শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু কর্মসূচি এগিয়ে নিলেও সাম্রাজ্যবাদীদের শত্রুতা অব্যাহত রয়েছে।#   

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ