এপ্রিল ১৩, ২০২১ ২১:৩৫ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামীকাল বুধবার থেকে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে। ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এ কথা বলেছেন। 

তিনি ইরানের প্রেস টিভিকে জানান, তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে জানিয়েছে যে, তেহরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা করছে।  

আব্বাস আরাকচি বলেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ শুধুমাত্র বদল করা হবে না বরং ইরান বাড়তি ১০০০ সেন্ট্রিফিউজ বসাবে যেগুলো শতকরা ৫০ ভাগ বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। 

নাতাঞ্জ পরমাণু স্থাপনায় বসানো সেন্ট্রিফিউজ

আব্বাস আরাকচি বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন যেখানে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার পথ খুঁজে বের করতে আরেক দফা আলোচনা হবে। 

ইরান সব সময় বলে আসছে- তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই মাত্র আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১৩

 

ট্যাগ