রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বেঠিক পথের ভুল পদক্ষেপ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90230-রাশিয়ার_বিরুদ্ধে_মার্কিন_নিষেধাজ্ঞা_বেঠিক_পথের_ভুল_পদক্ষেপ_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সামরিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি হচ্ছে বেঠিক পথের ভুল পদক্ষেপ’।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৭, ২০২১ ০৯:২৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সামরিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি হচ্ছে বেঠিক পথের ভুল পদক্ষেপ’।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, মিথ্যা অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা মার্কিন প্রশাসনে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে।

তিনি বলেন, গত নির্বাচনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট পদে পরিবর্তন হলেও প্রকৃতপক্ষে দেশটির দৃষ্টিভঙ্গিতে তার কোন ছাপ পড়ে নি।

গত বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন নির্বাচন এবং আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ তুলে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আমেরিকায় নিযুক্ত ১০ কূটনীতিককে বহিষ্কার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। রাশিয়া এর প্রতিবাদ করে বলেছে, তারা অবশ্যই মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ নেবে। চীনও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭