পরমাণু সমঝোতা অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90406-পরমাণু_সমঝোতা_অবকাঠামোর_বাইরে_কোনো_ছাড়_দেবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার জানিয়েছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে পরমণু সমঝোতার অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না তেহরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে তখন ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২১ ১৮:৩৬ Asia/Dhaka
  • আলী রাবিয়ি
    আলী রাবিয়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার জানিয়েছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে পরমণু সমঝোতার অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না তেহরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে তখন ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।

ইরানের প্রশাসনিক দপ্তরের মুখপাত্র আলী রাবিয়ি আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। আজই ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ইরানের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এবং এ বিষয়ে সমঝোতামূলক কোনো খসড়া চুক্তি তৈরি হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে আলী রাবিয়ি বলেন, পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ইরানের ওপর আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার টেকনিক্যালি সম্ভব এবং স্বল্প সময়ের মধ্যে পরমাণু পুনরুজ্জীবিত করা সম্ভব।  আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে  প্রত্যাশিত ও গঠনমূলক  ফলাফল বেরিয়ে আসবে।#

পার্সটুডে/এসআইবি/২০