মানবদেহে করোনা টিকার ৩য় ধাপের পরীক্ষা শুরু করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90668-মানবদেহে_করোনা_টিকার_৩য়_ধাপের_পরীক্ষা_শুরু_করেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভইরানের মানবদেহে ৩য় ধাপের পরীক্ষা শুরু করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৫, ২০২১ ১৮:২৬ Asia/Dhaka
  • স্বেচ্ছাসেবীর দেহে কোভইরান টিকা প্রয়োগ
    স্বেচ্ছাসেবীর দেহে কোভইরান টিকা প্রয়োগ

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভইরানের মানবদেহে ৩য় ধাপের পরীক্ষা শুরু করেছে।

আজ (রোববার) তেহরানের এরাম হোটেলে তিনজন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগের মধ্যদিয়ে তৃতীয় ধাপের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। ইরানের কোভইরান বারেকাত ফার্মাসিউটিক্যালস গ্রুপ এই টিকা বাজারে আনার চেষ্টা করছে। 

তিন স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছেন ডাক্তার মিনু মোহরাজ যিনি ইরানের জাতীয় করোনাভাইরাস টাস্কফোর্সের একজন সদস্য। মানবদেহে ৩য় ধাপের পরীক্ষার সঙ্গে ইরানের রাজধানী তেহরান, বুশেহর, শিরাজ, কারাজ মাশহাদ ও ইস্ফাহান শহরের ২০ হাজার ব্যক্তি জড়িত। 

৩য় ধাপের পরীক্ষায় ৩২ হাজারের বেশি মানুষ টিকা নিতে আগ্রহ দেখিয়েছেন। মানবদেহে কোভইরান টিকার প্রথম ধাপের পরীক্ষা করা হয় গত ২৯ ডিসেম্বর। এর আগে বিভিন্ন প্রাণীর ওপর এই টিকার সফল পরীক্ষা চালানো হয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/২৫