জারিফের সাক্ষাৎকার প্রকাশকারীদের শনাক্ত করার নির্দেশ দিলেন রুহানি
(last modified Tue, 27 Apr 2021 23:02:22 GMT )
এপ্রিল ২৮, ২০২১ ০৫:০২ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের একটি গোপন সাক্ষাৎকারের খণ্ডিত অংশ প্রকাশ করার দায়ে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি সাক্ষাৎকারটি প্রকাশ করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনা দেশের জাতীয় স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।

রাবিয়ি মঙ্গলবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “এমন একটি কুখ্যাত টেলিভিশন নেটওয়ার্ক এই সাক্ষাৎকারের অডিও প্রকাশ করেছে যেটি প্রতিষ্ঠালগ্ন থেকে ইরানের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ইরানের ক্ষতি করার লক্ষ্যে বাছাই করা কিছু অংশ চুরি করে প্রকাশ করা হয়েছে।”

জারিফের সাক্ষাৎকারটি প্রেসিডেন্ট রুহানি সরকারের দুই দফায় আট বছরের শাসনামলের ‘মৌখিক ইতিহাস’ রেকর্ড করে রাখার অংশ হিসেবে গত ২৪ ফেব্রুয়ারি বাণীবদ্ধ করা হয়। কিন্তু সৌদি আরবের পেট্রোডলারের অর্থায়নে লন্ডন-ভিত্তিক ফার্সি টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ প্রথম এই সাক্ষাৎকারের নির্বাচিত কিছু অংশ প্রচার করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

আলী রাবিয়ি বলেছেন, দেশের জাতীয় স্বার্থ ও সংহতির প্রতি বিশ্বাসঘাতকতা করে কারা এই অডিও প্রকাশ করে দিয়েছে তা খুঁজে বের করতে প্রেসিডেন্ট রুহানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

ইরান সরকারের মুখপাত্র বলেন, সাক্ষাৎকারটি প্রকাশের ফলে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী জারিফের ব্যাখ্যা শোনার জন্য প্রশাসন অপেক্ষা করছে। জারিফ ইরাক সফর শেষে তেহরানে ফিরে এলেই এ বিষয়ে প্রয়োজনীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, চরম দুরভিসন্ধি নিয়ে জারিফের কয়েক ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারের নির্বাচিত মাত্র কয়েক মিনিট প্রচার করা হয়েছে।

সাক্ষাৎকারটিতে দৃশ্যত পররাষ্ট্রমন্ত্রী জারিফ দেশের সামরিক বাহিনীর সমালোচনা করেছেন এবং বলেছেন, সরকারকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আশানরূপ সহযোগিতা করা হয়নি।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ