কাতার ও ইরাক সফরের পর ওমান গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
(last modified Wed, 28 Apr 2021 23:05:04 GMT )
এপ্রিল ২৯, ২০২১ ০৫:০৫ Asia/Dhaka
  • মাস্কাট বিমানবন্দরে জারিফকে স্বাগত জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামান আল-বুসাইদি
    মাস্কাট বিমানবন্দরে জারিফকে স্বাগত জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামান আল-বুসাইদি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কাতার ও ইরাক সফর শেষে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন। বুধবার বিকেলে মাস্কাট বিমানবন্দরে তাকে স্বাগত জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামান আল-বুসাইদি।

সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন জারিফ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তেহরান-মাস্কাট সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দু’দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করতে জারিফ ওমান সফরে গেছেন।

এর দু’দিন আগে কাতার সফরে গিয়ে সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এসব সাক্ষাতে পারস্য উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।

কাতার থেকে সোমবার ইরাক সফরে যান মোহাম্মাদ জাওয়াদ জারিফ। এ সফরে তিনি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসির সঙ্গে সাক্ষাৎ করেন।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ