ইরানে শুরু হলো প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i90980-ইরানে_শুরু_হলো_প্রথম_ভার্চ্যুয়াল_কুরআন_প্রদর্শনী
ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ (শনিবার) প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী উদ্বোধন করেছেন ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০১, ২০২১ ১৯:২৭ Asia/Dhaka
  • প্রদর্শনী উদ্বোধন করছেন মন্ত্রী
    প্রদর্শনী উদ্বোধন করছেন মন্ত্রী

ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ (শনিবার) প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী উদ্বোধন করেছেন ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি।

প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী ১০ দিন ধরে চলবে। এ সময় আগ্রহীরা ভার্চ্যুয়ালি এই কুরআন প্রদর্শনীতে অংশ নিতে পারবে। এবারের কুরআন প্রদর্শনীতেও কুরআনসহ বিভিন্ন ধর্মীয় বই কেনার সুযোগ রয়েছে।

এছাড়া কুরআন প্রদর্শনী উপলক্ষে ১০ দিনে ৩০টি ওয়েবিনার আয়োজন করা হবে। এর মধ্যে ১০টি ওয়েবিয়ার হবে আন্তর্জাতিক। এতে কুরআন চর্চার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

ইরানে সাধারণত প্রতিবছর রমজান মাসে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছর করোনা মহামারির কারণে তা ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছে।

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন