রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের উপাদান পৌঁছল ইরানে
https://parstoday.ir/bn/news/iran-i91020
রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের সপ্তম উপাদান ইরানে পৌঁছেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০২, ২০২১ ১৭:২১ Asia/Dhaka

রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের সপ্তম উপাদান ইরানে পৌঁছেছে।

ইরানি বার্তা সংস্থার তথ্য অনুসারে জানা গেছে, আরো একলক্ষ ডোজ রাশিয়ান স্পুটনিক-ভি ভ্যাকসিনের উপাদান তেহরানে পৌঁছেছে।

ইরান ও রাশিয়ার উভয় পক্ষের সহযোগিতায় ইরানে ভ্যাকসিনের যৌথ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরিই ধারাবাহিকতায় আরো একলক্ষ ডোজ রাশিয়ান স্পুটনিক-ভি ভ্যাকসিনের উপাদান মহান এয়ারলাইন্সের মাধ্যমে তেহরানে পৌঁছেছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।