ইসরাইলের পতনের চিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠেছে: ইরানের সেনাপ্রধান
(last modified Sun, 09 May 2021 10:43:51 GMT )
মে ০৯, ২০২১ ১৬:৪৩ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পতনের চিহ্নগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে।

আজ (রোববার) খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির নয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে'র পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 মুসাভি আরও বলেন, শক্তির ভারসাম্য ফিলিস্তিনিদের পক্ষে পরিবর্তিত হয়েছে, আশার আলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি শিশু ঘাতক অবৈধ ইসরাইলের পতনের চিহ্নগুলোও ভেসে উঠছে।

তিনি বলেন, এবারের বিশ্ব কুদস দিবস ছিল প্রতিরোধের এবং আশা জাগানিয়া। অন্য বছরগুলোর তুলনায় এটা ভিন্ন।

সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি আরও বলেন, ২০ বছর পর ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব থাকবে না বলে সর্বোচ্চ নেতা এর আগে যে কথা বলেছেন তা বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর প্রাথমিক নিদর্শন হচ্ছে প্রতিরোধ সংগ্রামীদের শক্তি অনেক বেড়েছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ