স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন ইব্রাহিম রায়িসি
-
ইব্রাহিম রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ (শনিবার) এক বিবৃতিতে ইব্রাহিম রায়িসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রের প্রধান নির্বাহীর ব্যবস্থাপনায় পরিবর্তন আনার জন্য তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান। এছাড়া, দারিদ্র ও দুর্নীতির এবং অপমান ও বৈষ্যম্যের বিরুদ্ধে লাগাতার লড়াই করতে চান।
ইবরাহিম রায়িসি যদিও স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করতে চাইছেন তবে তিনি মূলত রক্ষণশীল জোটের সঙ্গেই ঘনিষ্ঠ। গত নির্বাচনে তিনি রক্ষণশীল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রায়িসি তার বিবৃতিতে আরো বলেছেন, দেশের সংকট ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। পাশাপাশি দেশের সম্পদ ও সক্ষমতা সম্পর্কেও তিনি ধারণা রাখেন।
ইবরাহিম রায়িসি ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইরানের বিচার বিভাগের উপ প্রধান হিসেবে দায়িত্ব পালর করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১৫