তেহরানে ইসরাইল বিরোধী বিক্ষোভ; ইসরাইলি পতাকায় আগুন
https://parstoday.ir/bn/news/iran-i91872-তেহরানে_ইসরাইল_বিরোধী_বিক্ষোভ_ইসরাইলি_পতাকায়_আগুন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে আজ (বুধবার) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্বাধ্যবিধি মেনে বিক্ষোভে অংশ নেয় তেহরানের বাসিন্দারা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৯, ২০২১ ২০:৫৯ Asia/Dhaka
  • তেহরানে ইসরাইল বিরোধী বিক্ষোভ; ইসরাইলি পতাকায় আগুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে আজ (বুধবার) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্বাধ্যবিধি মেনে বিক্ষোভে অংশ নেয় তেহরানের বাসিন্দারা।

এ সময় তারা দখলদার ইসরাইলের পতাকায় আগুন দেন এবং ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক বলে শ্লোগান দেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

ইরানি বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ও দখলদার বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। তারা আমেরিকা এবং বিশ্বাসঘাতক দেশগুলোর বিরুদ্ধেও শ্লোগান দিয়েছেন। তেহরান ছাড়াও ইরানের আরও কয়েকটি শহরে একই ধরণের বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ইরানের সরকার ও জনগণ। ফিলিস্তিনের ছয়টি সংগ্রামী সংগঠন এরইমধ্যে ইরানের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে চিঠি পাঠিয়েছেন।

ইরানের সরকার ও জনগণ বিশ্বের সব ন্যায়কামী মানুষকে ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে। #

পার্সটুডে/এসএ/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।