‘ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বাইডেন’
https://parstoday.ir/bn/news/iran-i91978-ট্রাম্পের_আরোপিত_নিষেধাজ্ঞাকে_হাতিয়ার_হিসেবে_ব্যবহার_করছেন_বাইডেন’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপিত বেআইনি ও অমানবিক নিষেধাজ্ঞাকে ভিয়েনা সংলাপে হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে চেষ্টা জো বাইডেন প্রশাসন করছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২২, ২০২১ ০৫:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপিত বেআইনি ও অমানবিক নিষেধাজ্ঞাকে ভিয়েনা সংলাপে হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে চেষ্টা জো বাইডেন প্রশাসন করছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ সমালোচনা করেন।

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য বোরেলসহ তার সহকর্মীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রশংসা করে জারিফ বলেন, জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর গত পাঁচ মাস ধরে আমেরিকার ইরানবিরোধী অর্থনৈতিক সন্ত্রাস ও প্রতিশ্রুতি লঙ্ঘনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে যা অগ্রহণযোগ্য।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনায় চলমান সংলাপ থেকে ফল বের করে আনতে হলে আমেরিকাকে তার নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং তা জো বাইডেনের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

জার্মানি, ফ্রান্স, চীন, রাশিয়া ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চতুর্থ দফা সংলাপ গত বুধবার ভিয়েনায় শেষ হয়েছে। সংলাপে ইরানি প্রতিনিধিদলের প্রধান ও উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তেহরানে ফিরে বলেছেন, চতুর্থ দফা আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এ কারণে আলোচক দলগুলো নীতি নির্ধারকদের সঙ্গে প্রয়োজনীয় শলাপরামর্শ করতে যার যার রাজধানীতে ফিরে গেছে। আগামী সপ্তাহে ভিয়েনায় দু’পক্ষের মধ্যে পঞ্চম দফা সংলাপ শুরু হবে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।