মে ২৫, ২০২১ ১৫:৫৪ Asia/Dhaka
  • ইরানের ৭ প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১ততম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে সাত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।

আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদায়ী জানান, ৫৯২ জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাত জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে। প্রার্থীদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে।

প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি

১. বিচার বিভাগের প্রধান ও সাবেক অ্যাটর্নি জেনারেল সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বিগত নির্বাচনে ড. হাসান রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।  তিনি রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
২. ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক কমান্ডার এবং ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব ড. মোহসেন রেজায়ী (রক্ষণশীল)
৩. ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক ড. সাঈদ জালিলি (রক্ষণশীল)
৪. ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ইস্ফাহানের সাবেক গভর্নর মোহসেন মেহের আলীজাদে (সংস্কারপন্থী)
৫. কোম থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সংসদের গবেষণা কেন্দ্রের প্রধান আলী রেজা যাকানি (রক্ষণশীল)
৬. ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুন নাসের হেম্মাতি (সংস্কারপন্থী)
৭. মাশহাদ ও কালাত এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি (রক্ষণশীল)

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে। তবে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের।

আগামী ১৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। #   

পার্সটুডে/এসএ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ