প্রেসিডেন্ট প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাথে বৈঠক করলেন ইরানি সাংসদরা
জুন ০১, ২০২১ ১৬:০৪ Asia/Dhaka
-
প্রেসিডেন্ট প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাথে সাক্ষাত করলেন ইরানি সাংসদরা
ইরানের সংসদ ভবনে সংসদ সদস্যরা প্রেসিডেন্ট প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাথে বৈঠক করেছেন।
এখন চলছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সাতজন প্রার্থীর নাম ঘোষণা করেন। তাদের মধ্যে একজন হলেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। যিনি হলেন বর্তমান বিচার বিভাগের প্রধান ও সাবেক অ্যাটর্নি জেনারেল । তিনি বিগত নির্বাচনে ড. হাসান রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
আগামী ১৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। #
পার্সটুডে/মো.আবুসাঈদ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ