এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কেন প্রার্থী হননি রুহানি?
https://parstoday.ir/bn/news/iran-i92474-এবারের_প্রেসিডেন্ট_নির্বাচনে_কেন_প্রার্থী_হননি_রুহানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট চার বছর মেয়াদের জন্যে নির্বাচিত হন। পরপর দুই মেয়াদে নির্বাচনে অংশ নিয়ে টানা ৮ বছর ক্ষমতায় থাকতে পারেন।
(last modified 2025-12-24T14:20:33+00:00 )
জুন ০১, ২০২১ ১৬:২৮ Asia/Dhaka
  • এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কেন প্রার্থী হননি রুহানি?

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট চার বছর মেয়াদের জন্যে নির্বাচিত হন। পরপর দুই মেয়াদে নির্বাচনে অংশ নিয়ে টানা ৮ বছর ক্ষমতায় থাকতে পারেন।

একটানা দুই মেয়াদের বেশি সময়ের জন্যে এই পদে থাকার অধিকার সংবিধানে নেই।

তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর অন্তত এক মেয়াদ নির্বাচনের বাইরে থেকে পরবর্তীতে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই।

প্রেসিডেন্ট হলো ইরানের সর্বোচ্চ নেতার পর দেশের সর্বোচ্চ পদ। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই পদে আসীন হতে হয়।

ইরানের বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি টানা দুই মেয়াদ অর্থাৎ আট বছর এই দায়িত্বে রয়েছেন। তিনি চাইলেও এবারের নির্বাচনে অংশ নিতে পারতেন না, কারণ সংবিধানে এর অনুমোদন নেই।

আগামী ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ৭ জন।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।