অর্থনৈতিক বিষয়ে বক্তব্য ও মতামত রাখছেন প্রার্থীরা
ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের প্রথম টেলিভিশন-বিতর্ক চলছে
-
টেলিভিশন-বিতর্কে উপস্থিত সাত প্রেসিডেন্ট প্রার্থী
ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের প্রথম টেলিভিশন-বিতর্ক শুরু হয়েছে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে। সাতজন প্রার্থীর সবাই এতে উপস্থিত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক নম্বর চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই বিতর্ক। তিন ঘণ্টার এই বিতর্কে অর্থনৈতিক নানা বিষয়ে বক্তব্য ও মতামত রাখবেন প্রার্থীরা। প্রার্থীদের দ্বিতীয় ও তৃতীয় টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে যথাক্রমে আগামী আট ও বারো জুন। ৩ ঘণ্টা ধরে অনুষ্ঠেয় ওই বিতর্কগুলোও একই চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
আগামী ১৮ জুন শুক্রবার দেশটিতে ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১ততম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত সাত প্রার্থীরা হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।#
পার্সটুডে/এমএএইচ/৫