পরস্পরকে অপমান না করতে প্রেসিডেন্ট প্রার্থীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i92704-পরস্পরকে_অপমান_না_করতে_প্রেসিডেন্ট_প্রার্থীদের_প্রতি_ইরানের_সর্বোচ্চ_নেতার_আহ্বান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রেসিডেন্ট প্রার্থীদেরকে পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না রাখার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২১ ১৬:৩৪ Asia/Dhaka
  • প্রথম বিতর্কের একটি ছবি
    প্রথম বিতর্কের একটি ছবি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রেসিডেন্ট প্রার্থীদেরকে পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না রাখার আহ্বান জানিয়েছেন।

গতকাল (শনিবার) ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এরপরই সর্বোচ্চ নেতার ইন্সটাগ্রাম পেজে এই আহ্বান সম্বলিত বক্তব্য প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, যখনই প্রার্থীরা টিভি বিতর্কে পরস্পরকে অবমাননা ও হেয় করার পন্থা অনুসরণ করেছে এবং এক প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আরেক প্রতিদ্বন্দ্বী মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করেছে তখনি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি একে অপরকে অপমান করে কথা না বলতে, অপবাদ না দিতে, সম্মানহানি না করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল প্রথম টিভি বিতর্কে ইরানের সাত প্রেসিডেন্ট প্রার্থী মূলত অর্থনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও দু'টি বিতর্ক অনুষ্ঠিত হবে।

এরপর ১৮ জুন ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।