ইরানের এবারের নির্বাচনে ভোটার সংখ্যা কত?
ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে পাঁচ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৩০৭ জন। এ তথ্য জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় নির্বাচন পরিচালনা বিভাগের মুখপাত্র সাইয়্যেদ ইসমাইল মুসাভি।
ইরানের আইন অনুযায়ী নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয় তারাই ভোট দিতে পারে।
মুসাভি আরও বলেছেন, ইরানে আগামী ১৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি শহর ও গ্রাম পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এরইমধ্যে চারটি নির্বাচনের জন্যই ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিচালনা বিভাগের মুখপাত্র আরও জানিয়েছেন, এবার শহর পরিষদ বা সিটি কাউন্সিল নির্বাচনে ২৪টি শহরে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। ২৪টি প্রদেশের কেন্দ্রীয় শহরকে এ জন্য নির্বাচন করা হয়েছে। তবে রাজধানী তেহরানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। মনে রাখতে হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে কেবল সিটি কাউন্সিলের প্রার্থীদের ভোট দেওয়া যাবে।
চারটি নির্বাচনেরই ভোটগ্রহণ হবে আগামী ১৮ জুন। এরইমধ্যে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।