পঙ্গুত্বকে হার মানিয়েছে ইরানের নারী ভলিবল খেলোয়াড়
https://parstoday.ir/bn/news/iran-i93132-পঙ্গুত্বকে_হার_মানিয়েছে_ইরানের_নারী_ভলিবল_খেলোয়াড়
ইরানের নারী ভলিবল খেলোয়াড় জয়নাব মালিকি পঙ্গুত্বকেও হার মানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২১ ১৬:২৮ Asia/Dhaka

ইরানের নারী ভলিবল খেলোয়াড় জয়নাব মালিকি পঙ্গুত্বকেও হার মানিয়েছে।

তিনি জন্মগতভাবে পঙ্গু হলেও বসে বসে ভলিবল খেলে সকলকে অবাক করে দিয়েছেন। তিনি হলেন ইরানের ইস্পাহান শহরের বাসিন্দা। যার নাম জয়নাব মালিকি। পঙ্গুত্ব তার প্রবল ইচ্ছা শক্তির কাছে অবশেষে হার মেনেছে। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।