'‘প্রতিরোধকামী ওয়েবসাইট বন্ধ করে আমেরিকা বাক স্বাধীনতার দাবি মিথ্যা প্রমাণ করেছে'
-
প্রেস টিভির লোগো
ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ ইয়েমেন ও ফিলিস্তিনের বেশকিছু ওয়েবসাইট বন্ধ করে দিয়ে আমেরিকার বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।
গতকাল (বুধবার) ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন লেবাননের খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক আমিন হাতিত।
তিনি বলেন, “আমেরিকা স্বাধীনতা, গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে যে দাবি করে থাকে তা মিথ্যা এবং কপটতা ছাড়া আর কিছুই নয়। সবাই জানে যে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন- মার্কিন গণতন্ত্র মারাত্মক বিপন্ন অবস্থায় আছে।”
মঙ্গলবার মার্কিন সরকার ইরানের প্রেস টিভির ওয়েবসাইটসহ প্রায় ৩০টি ওয়েবসাইটের ডোমেইন বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম, ইয়েমেনের আল-মাসিরা এবং বাহরাইনের লুয়ালুয়া টেলিভিশন নেটওয়ার্কও রয়েছে।
এ সম্পর্কে হাতিত বলেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা কমানো বা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়ার পর ওয়াশিংটন এসব ওয়েবসাইট বন্ধ করেছে। এতে এই ইঙ্গিত পাওয়া যায় যে, আমেরিকা ও প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যে বিশেষ ধরনের দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠছে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।