৭ অক্টোবরের অভিযান ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ‘টার্নিং পয়েন্ট’: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i130462-৭_অক্টোবরের_অভিযান_ফিলিস্তিনের_ভবিষ্যত_নির্ধারণের_টার্নিং_পয়েন্ট’_হিজবুল্লাহ
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গত ৭ অক্টোবরের ‘নজিরবিহীন’ অভিযানের ভূয়সী প্রশংসা করে লেবাননের হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ক্ষেত্রে ওই অভিযান একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে।  হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৮, ২০২৩ ০৯:১৯ Asia/Dhaka
  • ৭ অক্টোবরের অভিযান ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ‘টার্নিং পয়েন্ট’: হিজবুল্লাহ

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গত ৭ অক্টোবরের ‘নজিরবিহীন’ অভিযানের ভূয়সী প্রশংসা করে লেবাননের হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ক্ষেত্রে ওই অভিযান একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে।  হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৪৮ সালে অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আল-আকসা তুফানের মতো কোনো অভিযান আর কেউ কখনও চালাতে পারেনি। আমরা মনে করি ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ক্ষেত্রে এ ঘটনা একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে।

হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা আরো বলেন, এই অভিযান যে বীজ বপন করেছে তাতে ইসরাইলের পতন অনিবার্য হয়ে উঠবে। ৭ অক্টোবর প্রমাণিত হয়েছে, ইসরাইলের নিরাপত্তা সক্ষমতা অত্যন্ত দুর্বল, ইসরাইলের সামরিক বাহিনী অত্যন্ত দুর্বল এবং তাদের রাজনীতিবিদদের সামনে ভবিষ্যত সম্পর্কে কোনো রূপকল্প নেই।

শেখ নাঈম কাসেম বলেন,  ইসরাইল এমন একটি কাগুজে বাঘ যা শুধু মুখে হুঙ্কার দিতে পারে কিন্তু বাস্তবে এটি ভয়াবহ দুর্বল। হিজবুল্লাহর এই সিনিয়র নেতা বলেন, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদেরকে এমন একটি অভিযান চালাাতে দেখেছি যা ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের পথে তাদেরকে আরেক ধাপ সামনে এগিয়ে নেবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে তৎপর সকল প্রতিরোধ সংগঠনের লক্ষ্য ইসরাইলকে পরাজিত করা। ৭ অক্টোবরের অভিযান সে লক্ষ্যে পরিচালিত হয়েছে বলে এখন সবগুলো প্রতিরোধ সংগঠন ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে। শেখ নাঈম কাসেমের মতে, যেকোনো একটি প্রতিরোধ সংগঠনের বিজয়কে সকল প্রতিরোধ সংগঠন নিজেদের বিজয় বলে মনে করে। হিজবুল্লাহ ইসরাইল বিরোধী চলমান প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করছে জানিয়ে প্রতিরোধ আন্দোলনের এই নেতা বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টায় হিজবুল্লাহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।