‘ইসরাইল যদি আবার হামলা চালায় তাহলে আরও বড় জবাব পাবে’
(last modified Sun, 14 Apr 2024 06:17:58 GMT )
এপ্রিল ১৪, ২০২৪ ১২:১৭ Asia/Dhaka
  • ‘ইসরাইল যদি আবার হামলা চালায় তাহলে আরও বড় জবাব পাবে’

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেছেন, তিনি ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করছেন যে, যদি তারা আবার কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে ইরানের পক্ষ থেকে এর চেয়ে বড় জবাব দেয়া হবে। 

ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি’র এ কমান্ডার বলেন, ইসরাইল যদি ইরানের ভূখণ্ডে কোনো রকমের আগ্রাসন চালায় তাহলে ইরান দ্বিগুণ শক্তি নিয়ে তার জবাব দেবে। গতরাতে আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর আইআরজিসি’র কমান্ডার প্রেস টিভির সাথে সাক্ষাৎকার দেন। 

গতরাতের হামলা সম্পর্কে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার কারণে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার ১০ দিন পর আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের ওপর হামলা চালিয়েছে। হামলায় ইরান তার কৌশলগত গোয়েন্দা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে এবং শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।”

আইআরজিসি’র বিবৃতিতে ইসরাইলের প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক আমেরিকাকে সতর্ক করে বলা হয়েছে, “ইরানের হামলার পর আমেরিকা যদি ইহুদিবাদী ইসরাইলকে আগ্রাসন চালাতে সমর্থন দেয় বা তার সাথে আগ্রাসনে অংশ নেয় তাহলে উভয়ের জন্য চরম এবং মর্মান্তিক জবাব দেবে ইরানের সামরিক বাহিনী।”#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ