আটলান্টিকে ইরানি যুদ্ধজাহাজ বহর; আতঙ্কে আমেরিকা ও ইসরাইল: সেনাপ্রধান
(last modified Sun, 27 Jun 2021 11:30:36 GMT )
জুন ২৭, ২০২১ ১৭:৩০ Asia/Dhaka
  • বহরে থাকা মাকরান জাহাজ (ফাইল ফটো)
    বহরে থাকা মাকরান জাহাজ (ফাইল ফটো)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি আজ (রোববার) আরও বলেছেন, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজ বহরের নৌযানগুলো ইরানের নিজের তৈরি। এ কারণে ইরানের এই নৌবহর দেশের স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছে।

ইরানি বহর নৌ চলাচলের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে বলে তিনি জানান।

মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি

 

জেনারেল মুসাভি বলেন, নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমায় ইরানি নৌবহরের অভিযান শত্রুদের জন্য অস্বস্তিকর। আটলান্টিক মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ বহরের উপস্থিতির সুস্পষ্ট বার্তা রয়েছে। এ কারণেই আমেরিকা ও ইসরাইল এখন উদ্বেগ ও উৎকণ্ঠায়।

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইরানের সেনাবাহিনী সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। #

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।