ইরানের অবস্থান জানানো হয়েছে, অন্যদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i93912-ইরানের_অবস্থান_জানানো_হয়েছে_অন্যদের_সিদ্ধান্তের_অপেক্ষায়_আছি_মুখপাত্র
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনায় জাতীয় স্বার্থের বিষয়ে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৯, ২০২১ ১৭:৪৪ Asia/Dhaka
  • রাবিয়ি
    রাবিয়ি

ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনায় জাতীয় স্বার্থের বিষয়ে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

প্রেসিডেন্ট রুহানির মেয়াদ শেষ হওয়ার আগে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব না হলে তা নতুন সরকার বিষয়টি নিয়ে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে আরও বলেছেন, এই সরকারের আমলেই ভিয়েনা আলোচনা থেকে চূড়ান্ত ফল পেতে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

রাবিয়ি বলেন, আলোচনা এখন এক পর্যায়ে রয়েছে যে সব পক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। ইরানের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। এখন অপর পক্ষগুলোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন- কিছু ক্ষেত্রে সব পক্ষই ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু সব বিষয়ে ফয়সালা না হলে কার্যত এটাকে কোনো ফয়সালা বলা যাবে না।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত তিন মাস ধরে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে। ইরান বলেছে, আমেরিকাকে আগে ভুল সংশোধন করে পরমাণু সমঝোতায় ফিরতে হবে।

সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনা সংলাপে বহুবার আমেরিকাকে জানিয়ে দেয়া হয়েছে যে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন অযাচিত পদক্ষেপের কারণেই বর্তমান অচলাবস্থা তৈরি হয়েছে। কাজেই আমেরিকাকেই আগে তার ভুল সংশোধন করে এই সমঝোতায় ফিরে আসতে হবে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।