পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম নেতাদের শুভেচ্ছা জানালেন রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মঙ্গলবার রাতে সব মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে রুহানির এ বার্তা পাঠানো হয়।
ইরানে আজ (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হচ্ছে। শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট রুহানি ঈদুল আজহাকে পার্থিব সহায়সম্পদকে বধ করার, প্রকৃত প্রেমিক আল্লাহর পথে দুনিয়াবি বাসনা ত্যাগ করার এবং খাঁটি বিশ্বাস ও এক আল্লাহর আনুগত্য প্রকাশের ঈদ হিসেবে উল্লেখ করেন।
বিশ্বের সব মুসলমান এই ঈদের বরকতে পার্থিব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের জান-মাল কুরবানি করার ঐকান্তিক ইচ্ছা প্রদর্শন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রত্যেক মুসলমান আল্লাহর নৈকট্য লাভের এই সুযোগকে কাজে লাগাবে বলে তিনি আশা করছেন।
সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া ও ইরাকসহ বেশিরভাগ আরব দেশে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আফগানিস্তানে মঙ্গলবার ঈদ উদযাপিত হলেও পাকিস্তান, ভারত ও বাংলাদেশে আজ (বুধবার) পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।