কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর; তেহরান প্রতিবেশীদের কল্যাণ চায়: রাইসি
https://parstoday.ir/bn/news/iran-i95074-কাতারের_পররাষ্ট্রমন্ত্রীর_ইরান_সফর_তেহরান_প্রতিবেশীদের_কল্যাণ_চায়_রাইসি
ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ প্রমাণ করেছে তারা এ অঞ্চলের দেশগুলোর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু দেশ এবং তেহরান প্রতিবেশীদের কল্যাণ কামনা করে। তিনি তেহরান সফরকারী কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানিকে দেয়া সাক্ষাতে এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৬, ২০২১ ১৫:৩৩ Asia/Dhaka

ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ প্রমাণ করেছে তারা এ অঞ্চলের দেশগুলোর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু দেশ এবং তেহরান প্রতিবেশীদের কল্যাণ কামনা করে। তিনি তেহরান সফরকারী কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানিকে দেয়া সাক্ষাতে এ কথা বলেছেন।

এ সাক্ষাতে জনাব রাইসি ইরান ও কাতারকে এ অঞ্চলের ভ্রাতৃপ্রতিম ও গুরুত্বপূর্ণ দুটি শরীক দেশ হিসেবে উল্লেখ করে আরো বলেছেন, তেহরান দোহার সঙ্গে সুসম্পর্কের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং ইরানের আগামী নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এ সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও প্রেসিডেন্ট হিসাবে রাইসির নির্বাচিত হওয়ায় তাকে স্বাগত জানিয়ে কাতারের আমিরের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেছেন, কাতার ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী এবং তারা ইরানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সমগ্র এ অঞ্চলে নিরাপত্তা বিধানের চেষ্টা করছে।

পর্যবেক্ষকরা বলছেন, তেহরান-দোহা সম্পর্ক দ্বিপক্ষীয় আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক ঘটনাবলীতেও তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট রাইসি আঞ্চলিক ও আন্তর্জাতিক যে কোনো সংকট নিরসনে পারস্পরিক সমঝোতা ও সংলাপের ওপর বিশেষভাবে জোর দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ইরান দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। ইরানের নয়া প্রেসিডেন্ট রাইসি এর আগেও কাতারের আমিরের সঙ্গে টেলিফোনালাপে বলেছিলেন, তেহরান কাতারসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী।

যাইহোক, জনাব রাইসির নেতৃত্বে ইরানের ১৩তম নতুন সরকারের কাজ শুরুর  ঠিক আগ মুহূর্তে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর বিশেষ বার্তা বহন করছে। রাইসি এ অঞ্চলের সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার যে ডাক দিয়েছেন তা আঞ্চলিক সব দেশের জন্য শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে সবাই আশা করছে। জনাব রাইসি প্রতিবেশীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনালাপে এ বিষয়টির উপরই গুরুত্বারোপ করেছেন। তিনি ওমানের সুলতান হিশাম বিন তারেকের সঙ্গে টেলিফোনালাপে আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিবেশী সব দেশের সঙ্গে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন।

তার এ বক্তব্য থেকে বোঝা যায় ইরান সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো বিষয়ে সংলাপে বসতে প্রস্তুত রয়েছে। তেহরান মনে করে এ অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য বিদেশিদের উপস্থিতি ও অস্ত্র প্রতিযোগিতার কোনো প্রয়োজন নেই বরং আমরা নিজেরাই শান্তি প্রতিষ্ঠায় সক্ষম।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক দিক দিয়েও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট রাইসি। তার মতে এ ক্ষেত্রে ইরান ও কাতারের ঘনিষ্ঠতা সমগ্র এ অঞ্চলে আর্থ-রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।# 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬