ইরান-আফগানিস্তান সীমান্তে পূর্ণ নিরাপত্তা বিরাজ করছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i95154
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২৮, ২০২১ ১০:৫৮ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর মঙ্গলবার তেহরানে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, আফগানিস্তানে সংঘর্ষ ও নিরাপত্তাহীনা বিরাজ করলেও দু’দেশের সীমান্তে কোনো নিরাপত্তাহীনতা নেই। সাম্প্রতিক সময়ে ইরান-আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

বর্তমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবিলায়ও তার বাহিনীর অবদান সম্পর্কে কথা বলেন আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার। তিনি বলেন, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় আইআরজিসি উল্লেখযোগ্য কাজ করেছে।  তার বাহিনী বেশ কয়েকটি করোনা বিশেষায়িত হাসপাতাল স্থাপন করেছে যেগুলোর মধ্যে স্থায়ী হাসপাতালের পাশাপাশি রয়েছে একাধিক ফিল্ড হাসপাতাল।

জেনারেল পাকপুর জানান, কেবলমাত্র তার বাহিনীর হাতে নির্মিত হাসপাতালগুলোতেই ৫০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।