বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এখন তেহরানে
(last modified Thu, 05 Aug 2021 04:12:30 GMT )
আগস্ট ০৫, ২০২১ ১০:১২ Asia/Dhaka
  • বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এখন তেহরানে

ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বৃহস্পতিবার) শপথ গ্রহণ করবেন। তেহরানের স্থানীয় সময় বিকেল ৫টায় ইরানের সংসদ ভবনে স্বাস্থ্যবিধি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অন্যান্য দেশের মতো বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশগ্রহণ করছে।

ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির মুখপাত্র সাইয়্যেদ নিজামুদ্দিন মুসাভি জানিয়েছেন, বিশ্বের ৭৩টি দেশের ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মঙ্গলবার ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে  ইব্রাহিম রায়িসিকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। তবে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী আজ তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

তেহরান বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (বামে)

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বুধবার রাতে তেহরানে পৌঁছেছেন। তিনি তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র সংবাদদাতা তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ খবর জানিয়ে বলেছেন, দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এর আগে গতকাল (বুধবার) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন শাহরিয়ার আলমের ইরান সফরের খবর দেয়।  দৈনিকটির খবরে বলা হয়, “মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম অন্য রাষ্ট্রগুলোর মতো ইরানের সঙ্গে সম্পর্কের 'ভারসাম্য' আনতে চায় বাংলাদেশ। আর এ জন্য দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রতিনিধি দল পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ৩ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।”

তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শাহরিয়ার আলম

দৈনিক মানবজমিনের খবরে আরো বলা হয়, “জরুরি ভিত্তিতে গতরাতে (মঙ্গলবার রাতে) তারা তেহরানের উদ্দেশ্য রওনা করেছেন। ইরানের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে গেছেন তারা। আগামীকাল (৫ই আগস্ট) তেহরানের পার্লামেন্টে বর্ণাঢ্য এক আয়োজনে শপথ নেবেন প্রেসিডেন্ট রাইসি। এতে রাষ্ট্র ও সরকার প্রধানসহ পঞ্চাশের অধিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অংশ নিচ্ছেন। ইরানী প্রশাসন ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সর্বোচ্চ নেতার কাছ থেকে দায়িত্ব পেলেও রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।”#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

পার্সটুডে/এমএমআই/৫

 

ট্যাগ