অলিম্পিক: কারাতে প্রতিযোগিতায় সোনা জিতলেন ইরানের সাজ্জাদ গাঞ্জজাদেহ
(last modified Sat, 07 Aug 2021 13:34:51 GMT )
আগস্ট ০৭, ২০২১ ১৯:৩৪ Asia/Dhaka

টোকিও অলিম্পিকে কারাতে প্রতিযোগিতার ৭৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানের সাজ্জাদ গাঞ্জজাদেহ। আজ (শনিবার) অনুষ্ঠিত ফাইনালে তিনি সৌদি আরবের তারেক হামেদিকে হারিয়ে স্বর্ণপদক জিততে সক্ষম হন।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাজ্জাদ গাঞ্জজাদেহ সেমিফাইনালে তুরস্কের উগুর আকতাসের সাথে ২-২ পয়েন্টে ড্র করে ফাইনালে ওঠেন। এর আগে প্রাথমিক রাউন্ডে তিনি কানাডার ড্যানিয়েল গাজিনস্কি, আমেরিকার ব্রায়ান এয়ার এবং ক্রোয়েশিয়ার ইভান কোভিকে পরাজিত করেন।  

তারেক হামেদি অবৈধভাবে সাজ্জাদ গাঞ্জজাদেহকে প্রবল আঘাত করেন।

ফাইনালে সাজ্জাদ গাঞ্জজাদেহ প্রতিপক্ষ তারেক হামেদির চেয়ে ৪-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কিন্তু এক পর্যায়ে তারেক হামেদি অবৈধভাবে সাজ্জাদ গাঞ্জজাদেহকে প্রবল আঘাত করেন। চিকিৎসকরা চেষ্টা চালানোর পরও তিনি খেলায় ফিরতে পারেননি। এসময় বিচারকরা পরামর্শ করে তারেক হামেদির এই আঘাতকে অবৈধ বলে রায় দেন এবং তাকে অযোগ্য হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি তারা ইরানি প্রতিনিধি সাজ্জাদকে স্বর্ণপদক জয়ী হিসেবে ঘোষণা করেন।

আমেরিকার ব্রায়ান এয়ারকে হারান সাজ্জাদ গাঞ্জজাদেহ

এই ইভেন্টে তারেক হামেদি রৌপ্য এবং জাপানের আরাগা রিওতারো ও তুরস্কের আকতাস যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন।

টোকিও অলিম্পিকে ইরান তিনটি স্বর্ণ, দুইটি রৌপ্য এবং দুইটি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় ২৭তম স্থানে রয়েছে#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ